“মিডওয়াইগণ জীবণ রক্ষা করে এবং উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে য গুণগতমান, ন্যয়্যতা ও দক্ষতার উপর প্রতিষ্ঠিত” এ বিষয়ে অসা টর্কেলসন, ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি, হোপ ফাউন্ডেশন মিডওয়াইফারি কনফারেন্স ২০১৯ এ প্রায় ৫০০ মিডওয়াইফ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের উপস্থিতিতে বক্তব্য প্রদান করেন।